পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

অমিত শাহ-র বিশ্বভারতী সফরের দিনই জোড়াসাঁকোয় সভা তৃণমূলের - শাহ-র বিশ্বভারতী সফরের দিনেই জোড়াসাঁকোয় সভা তৃণমূলের

By

Published : Dec 21, 2020, 11:46 AM IST

রবিবার সকালে বিশ্বভারতী পরিদর্শনে যান অমিত শাহ ৷ রবীন্দ্রভবন থেকে উপাসনা গৃহ ঘুরে দেখেন তিনি ৷ পরে সাংবাদিকদের বলেন, কবিগুরু ভারতীয় সংস্কৃতির বার্তাবাহক, দেশের গর্ব ৷ আর একই দিনে জোড়োসাঁকো ঠাকুরবাড়ির প্রবেশদ্বারে "রবীন্দ্র সংস্কৃতি আমাদের গর্ব" ব্যানারে সভা করল তূণমূল ৷ এই সভায় ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, শশি পাঁজা সহ অন্যরা ৷ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, রবীন্দ্রনাথ বাংলার সংস্কৃতির গর্ব ৷ সোনার বাংলা গড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ABOUT THE AUTHOR

...view details