পাণ্ডবেশ্বরে পা দিলে পা ভেঙে দেব, জিতেন্দ্রকে হুমকি তৃণমূল ব্লক সভাপতির - জিতেন্দ্র তিওয়ারিকে হুমকি নরেন্দ্রনাথ চক্রবর্তীর
জিতেন্দ্র তিওয়ারি দল ছাড়ায় শুক্রবার পাণ্ডবেশ্বরের তৃণমূল ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী "উৎসব" মিছিল করলেন । মিছিল থেকে জিতেন্দ্র তিওয়ারিকে হুমকি দেন তিনি । বলেন, "যদি বাপের ব্যাটা হোস, পাণ্ডবেশ্বরে পা দিয়ে দেখা । তোর ঠ্যাং ভেঙে দেব ।" তিনি বলেন, পাণ্ডবেশ্বরের মানুষের সঙ্গে বেইমানি করেছে জিতেন্দ্র তিওয়ারি ৷ র্যালি শেষে জিতেন্দ্র তিওয়ারির কুশপুত্তলিকাও দাহ করা হয় ।