পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

তৃণমূল রাজনৈতিক শিষ্টাচার বিরোধী, কটাক্ষ রাজীবের - রাজীব বন্দ্যোপাধ্য়ায়

By

Published : Feb 24, 2021, 8:07 PM IST

Updated : Feb 25, 2021, 9:59 AM IST

"আজকের ঘটনায় প্রমাণিত, তৃণমূলের রাজনৈতিক শিষ্টাচার নেই ৷" বললেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্য়ায় ৷ আজ আমহার্স্ট স্ট্রিটে শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের মিছিলে তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে ধুন্ধমার বাধে । পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পতাকা ছেড়া, ব়্যাফের লাটিপেটা কিছুই বাকি ছিল না । আমহার্ট স্ট্রিটের মারোয়াড়ি হাসপাতালের সামনে খণ্ডযুদ্ধ বাধে ৷ সেই ঘটনায় তৃণমূলকে দুষলেন বিজেপি নেতা রাজীব ৷ তিনি বলেন, "এটা অভিপ্রেত নয় ৷ আজকের ঘটনায় প্রমাণিত হল, তৃণমূল রাজনৈতিক শিষ্টাচার, সংস্কৃতির বিরোধী ৷ তারা বুঝে গেছে তাদের জনসমর্থন নেই, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, পায়ের তলায় মাটি নেই, তাই এইভাবে আক্রমণ করছে ৷"
Last Updated : Feb 25, 2021, 9:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details