টিম পিকেই এই ভাঙনের জন্য দায়ি, শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর তোপ সুনীল মণ্ডলের - কাঠগড়ায় পিকের আইপ্যাক
"শুভেন্দু সহ দলের কেউ আইপ্যাক তথা টিম পিকের কাজে খুশি নয় । এরাই কালপ্রিট ৷" শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল ৷ প্রায় একই সুর শোনা গেল দুর্গাপুর পৌরসভার 4 নম্বর বোরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের গলায় ৷ আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর পানাগড়ে সুনীল মণ্ডলের বাড়িতে আসেন শুভেন্দু অধিকারী । বৈঠকে যোগ দেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু,পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, কর্নেল দীপ্তাংশু চৌধুরি, পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সদস্য নুরুল হাসান, দুর্গাপুর পৌরসভার 4 নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায়, গুসকরা পৌরসভার প্রাক্তন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায় । গুসকরার প্রাক্তন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায় বলেন, "আমরা বিজেপিতে যাচ্ছি । জয় শ্রী রাম ৷"
Last Updated : Dec 16, 2020, 11:00 PM IST