"ডোনাল্ড ট্রাম্প গো ব্যাক", প্রতিবাদ দুর্গাপুরে - ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের বিরোধিতা
ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের বিরোধিতায় দুর্গাপুরে মিছিল SUCI-এর ৷ মিছিল শেষে পোড়ানো হয় ট্রাম্পের কুশপুত্তুলিকা ৷ "ডোনাল্ড ট্রাম্প গো ব্যাক", এই স্লোগান তোলা হয় মিছিল থেকে ৷ মিছিলেন নেতৃত্ব দেন শিবসাধন মুখার্জি, সুচেতা কুণ্ডু, শ্যামলী মুখার্জি প্রমুখ ৷