পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Student beaten for protesting eve teasing : বান্ধবীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে রক্তাক্ত ছাত্র - Student beaten for protesting against his friend's eve teasing

By

Published : Dec 11, 2021, 5:44 PM IST

বান্ধবীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে রক্তাত্ত ছাত্র (Student beaten for protesting eve teasing)) ৷ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের এমন ঘটনায় উত্তপ্ত দুর্গাপুর । অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ আইনমাফিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও, কেন পুলিশ অভিযুক্তদের ছেড়ে দিল এই নিয়ে কর্তৃপক্ষকে ঘিরে তুমুল বিক্ষোভ হয় কলেজ চত্বরে ৷ শুক্রবার বিকেলে কলেজের ক্যান্টিনে বসে এক বান্ধবীর সঙ্গে টিফিন খাচ্ছিলেন হসপিটাল ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্র বাবলু পাল ৷ অভিযোগ, হঠাৎই বাবলুর সহপাঠী ওই বান্ধবীর সঙ্গে অভব্য আচরণ শুরু করে কলেজেরই তৃতীয় বর্ষের (বিসিএ) চার ছাত্র ৷ প্রতিবাদ করতে গেলে বাবলুকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে তারা ৷ এরপর কলেজের তরফে দুর্গাপুরের নিউটাউনশিপ থানায় সবকিছু জানানো হলে অভিযুক্ত ওই চার ছাত্রকে আটক করে পুলিশ ৷ কিন্তু রাতে চারজনকেই ছেড়ে দেওয়া হয় ৷ আর শনিবার সকালে এই খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন বাবলুর আত্মীয় পরিজনেরা ৷ তাঁদের অভিযোগ, অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে কলেজ কর্তৃপক্ষ ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details