কলকাতার একাধিক এলাকায় আমফানের দাপট - কলকাতায় দাপট আমফানের
কলকাতায় আমফানের তাণ্ডব ৷ 105 কিলোমিটার বেগে বইছে ঝড় ৷ বালিগঞ্জ, গড়িয়াহাটের মতো দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল এবং শহরের অন্যান্য জায়গায় ঝড়ের তাণ্ডব দেখা গেছে ৷ একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ ।