পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"বাংলার মুখ সৌরভ, এলে স্বাগত জানাব"; বললেন রাজু বন্দ্যোপাধ্যায় - সৌরভ গাঙ্গুলিকে বিজেপিতে স্বাগত

By

Published : Dec 28, 2020, 1:22 PM IST

"সৌরভ গাঙ্গুলি এলে তাঁকে আমরা স্বাগত জানাব ৷" সৌরভ গাঙ্গুলির বিজেপি যোগ নিয়ে জল্পনার মধ্যে বললেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় ৷ সৌরভের সঙ্গে কি বিজেপির কোনও কথা হয়েছে ? এনিয়ে রাজুবাবু বললেন, "আমাদের সঙ্গে কোনও কথা হয়নি, উনিই (সৌরভ) বলতে পারবেন !" তবে তিনি বলেন, "আমরা চাইব সৌরভ গাঙ্গুলির মতো ব্যক্তিত্ব, যিনি বাংলার মুখ, বাংলার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়ার জন্য তাঁদের আহ্বান জানাই ৷"

ABOUT THE AUTHOR

...view details