পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

সংখ্যালঘু এলাকাতে বিশেষ নজর BJP-র - BJP-র পর্যবেক্ষক অমিত মালব্য

By

Published : Nov 19, 2020, 10:37 AM IST

শিলিগুড়িতে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন BJP-র রাজ্য সম্পাদক সায়ন্তন বসু । তিনি বলেন, "কালীঘাট প্রাইভেট লিমিটেড বাংলাকে শোষণ করছে । সেটা কাটমানির মাধ্যমে বা পুলিশের মাধ্যমে কিংবা গোরুপাচারের মাধ্যমে শোষণ চালাচ্ছে । তাই শোষণ-অত্যাচার-ভয়মুক্ত বাংলা তৈরি করতে চাই । বিশেষ করে কোরোনাকালে উত্তরবঙ্গের লাখ লাখ পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরতে পারেনি । বছরের পর বছর উত্তরবঙ্গবাসীকে বঞ্চনার শিকার হতে হয়েছে তা যেন পুনরায় না হতে হয় তার জন্য আলোচনা চলছে ।" বৈঠকে ছিলেন অমিত মালব্য ও শিবপ্রকাশ । সায়ন্তনবাবু আরও বলেন, সংখ্যালঘু এলাকায় বিশেষ নজর দিতে হবে। হিন্দুদের পাশাপাশি মুসলিম অধ্যুষিত এলাকাতেও দলের পক্ষে প্রচারে নামতে জোর দেওয়া হবে। প্রতিটি বুথেই বুথকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

ABOUT THE AUTHOR

...view details