LPG price hike : ফের বাড়ল গ্যাসের দাম, কী বলছে আমজনতা... - জীবিকা
ফের বাড়ল রান্নার গ্যাসের দাম ৷ দাম বেড়ে দাঁড়াল 911 টাকা ৷ এক লাফে 25 টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। দু সপ্তাহের মধ্যেই রান্নার সিলিন্ডারের মোট দাম বাড়ল 50 টাকা। বারবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কী বলছে আমজনতা ?