মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী, কটাক্ষ রাজুর
"মুখ্যমন্ত্রী মিথ্যাচারে PHD করেছেন । আমফান, কোরোনার সময় জনগণকে মিথ্যা কথা বলেছেন । কোরোনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনলাইন বৈঠক হয়েছে, তাতে যে মিথ্যাচার ছিল তা সাংবাদিক বন্ধুরা তুলে ধরেছেন । কোরোনা রোগীদের নাকি বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে । তাও আবার সারা বিশ্বে জানিয়ে দেওয়ার কথা নরেন্দ্র মোদিকে বলেছেন তিনি । আর তারপর থেকেই বেসরকারি হাসপাতালে কোথাও 15 লাখ কোথাও 14 লাখ টাকা দিতে হচ্ছে । রোগীরাই আপনাদের সামনে অভিযোগ করছে ।" বললেন BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায় । তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী মিথ্যাচার করে অভ্যস্ত । মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারে আজ আদিবাসী, জঙ্গলমহলের মানুষ কী প্রচণ্ড কষ্টে আছে, এখনও 2 টাকা কিলো চাল পৌঁছায়নি । শৌচাগার, প্রধানমন্ত্রীর দেওয়া বাড়ি, আদিবাসীদের জন্য যে যে প্রকল্প ছিল তা বাস্তবায়িত হয়নি । কেবল ভোটের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জঙ্গলমহলে এসে আদিবাসীদের ভুল বোঝাচ্ছে ।"