5 অগাস্ট লকডাউন করে সাম্প্রদায়িকতার বীজ বপন করেছেন মমতা: রাহুল - 5 অগাস্ট লকডাউন বিতর্ক
"5 অগাস্ট লকডাউন ঘোষণা করে সাম্প্রদায়িকতার বীজ বপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷" বললেন রাহুল সিনহা ৷ তিনি বলেন, "দীর্ঘ বিবাদ শেষের পর 5 অগাস্ট রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে ৷ ভারতবর্ষের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন ৷" তাঁর হুঁশিয়ারি, "এর প্রতিদান মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে ৷ সঠিক সময় বাংলার মানুষ এই সাম্প্রদায়িক রাজনীতির জবাব দেবে ৷" তিনি আরও বলেন, "এই সরকার অযোগ্য ৷ না হলে এক মাসের লকডাউন ঠিক করতে পাঁচবার দিন বদল করতে হয় ! এরা লকডাউন করতে পারে না ৷ সাম্প্রদায়িকতার রাজনীতি করতে পারে ৷"