রাহুল সিনহাকে জবাব, PM কেয়ার্স ফান্ড নিয়ে প্রশ্ন পূর্ণেন্দুর - PM কেয়ার্স ফান্ড নিয়ে প্রশ্ন পূর্ণেন্দুর
আমফানের নামে তাদের নির্বাচনী ফান্ড তৈরি করেছে তৃণমূল সরকার । কয়েকদিন আগেই ETV ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা৷ মঙ্গলবার রাহুল সিনহাকে পালটা জবাব দিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু। তিনি বলেন, PM কেয়ার্স ফান্ড নিয়ে মানুষের প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ প্রশ্ন করছে, PM কেয়ার্স ফান্ডের হিসেব কবে দেওয়া হবে? এইসঙ্গে আজ আমফান-ফান্ড সম্পর্কে রাজ্যের স্বপক্ষে ব্যাখ্যা দিলেন তৃণমূল এই নেতা।