দুষ্কৃতীর তাণ্ডবে দুর্গাপুরে পুড়ল পুলকার - দুর্গাপুরে দুষ্কৃতীর তাণ্ডব
রাতে দুষ্কৃতীর তাণ্ডবে পুড়ে ছাই পুলকার । দুর্গাপুরের বেনাচিতি বাজারের শিভম পার্ক এলাকার ঘটনা । কে বা কারা এই কাজ করেছে তা জানা যায়নি । অভিযোগ, ওই এলাকায় বেশ কিছু দিন ধরেই মদের আসর বসত । তার কয়েকজন এমন ঘটনা ঘটিয়েছে বলে মনে করছে গাড়ির মালিক । দুর্গাপুর থানায় খবর দেওয়া হয়েছে । পুলিশ তদন্তে নেমেছে ।