কোরোনা নিয়ে সচেতনতার বার্তা মহম্মদ আলি পার্কে - দুর্গাপুজো, 2020
এবার 52 তম বছরে পড়ল মহম্মদ আলি পার্কের পুজো ৷ এখানে অসুরকে কোরোনা রূপে সাজানো হয়েছে ৷ প্রতিমার সামনে কোরোনা সংক্রান্ত সচেতনতামূলক প্রচারের জন্য সোয়াব টেস্ট, সাধারণ মানুষকে পুলিশের মাস্ক পরানোর দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে ৷