কলকাতায় বিজেপির মিছিল, নেই শোভন-বৈশাখি - বিজেপি
খিদিরপুর থেকে শুরু হল বিজেপির মিছিল ৷ মিছিলের নেতৃত্বে রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় ও অর্জুন সিং ৷ মিছিলে নেই শোভন-বৈশাখি । মিছিলটি খিদিরপুর থেকে হেস্টিংস, ধর্মতলা, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে বিজেপি অফিসে পৌঁছাবে ।