Protest : পানীয় জলের দাবিতে পথ অবরোধ মানবাজারে - মানবাজার
বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও সমস্যার সমাধান হয়নি । সেই ক্ষোভে পানীয় জলের দাবিতে পথ অবরোধ মানবাজারে ৷ অবরোধকারীদের দাবি, দীর্ঘদিন ধরে এই চড়কী গ্রামে জল সরবরাহ বন্ধ রয়েছে। স্থানীয় প্রশাসন বারবার আশ্বাস দিলেও সমাধান হয়নি বলে অভিযোগ অবরোধকারীদের। প্রায় ঘণ্টাখানেক ধরে অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার-1 নং ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পুলিশ। জলের সমস্যা সমাধানের দ্রুত আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন অবরোধকারীরা।