কৃষি আইন নিয়ে শীর্ষ আদালতের পর্যবেক্ষণকে স্বাগত রাজ্যের বিরোধীদের - opposition parties in bengal welcomes supreme court observation on farmers act
কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে স্বাগত জানাল রাজ্যের বিরোধী দলগুলি । বিধানসভায় বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, "এর ফলে দেশের কৃষকরা মানসিক শান্ত পাবেন । দেশের আইনি ব্যবস্থা কৃষকদের প্রতি সদয় হয়েছে । আমরা একে স্বাগত জানাচ্ছি ।" বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, "কৃষক সংগঠনগুলি যেভাবে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের সাফল্য কামনা করছি ।"