21 জুলাইয়ে পাইপ গান মিলেছিল, BJP-র নবান্ন অভিযানে 9 MM মিলল, কটাক্ষ তন্ময়ের - তন্ময় ভট্টাচার্য
আজকের BJP-র নবান্ন অভিযান কার্যত রসিকতা ৷ বললেন CPI(M) নেতা তন্ময় ভট্টাচার্য ৷ তৃণমূলের 21 জুলাইয়ের রাইটার্স অভিযান আর BJP-র আজকের নবান্ন অভিযান সমগ্রোত্রীয় মন্তব্য বাম নেতার ৷ তিনি বলেন, "21 জুলাইয়ের মিছিলে পুলিশ মিছিলকারীদের কাছ থেকে পিস্তল, পাইপ গান ইত্যাদি উদ্ধার করেছিল ৷ আজকের মিছিলে BJP সমর্থকদের কাছ থেকে পুলিশ 9 MM পিস্তল উদ্ধার করেছে ৷ আসলে দুটো দলই রাজ্যে নৈরাজ্যের পরিবেশ তৈরি করতে চায় ৷"