মোদির জনতা কারফিউয়ে সমর্থন মমতার, মন্তব্য তৃণমূল বিধায়কের - চুঁচুড়া তৃণমূল বিধায়ক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনতা কারফিউ সমর্থন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তব্য চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। রবিবার তিনি বলেন, "জীবাণু যাতে না ছড়ায় তার জন্য মুখ্যমন্ত্রী সর্বদা প্রচেষ্টা চালাচ্ছেন। যেনতেন প্রকারে আটকাতে হবে ভাইরাসকে ৷ এবিষয়ে সমর্থন না করার কিছু নেই। আমরা চাই বাংলায় যেন ভাইরাস ছড়াতে না পারে।" অসিতবাবু আরও বলেন, "আমরা চাই সমাজ ভালো থাকুক, মানুষ ভালো থাকুক। কোনওরকম কালোবাজারি হলে প্রশাসন রুখবে ৷''
Last Updated : Mar 22, 2020, 8:05 PM IST