2021-এর পর কালীঘাটের গর্তে ঢুকে যাবে মমতা : অগ্নিমিত্রা পল - 2021-এর পর কালীঘাটের গর্তে ঢুকে যাবে মমতা
রবিবার গোটা রাজ্যের মতোই রানিগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল BJP ৷ নেতৃত্ব দিলেন রাজ্য BJP-র মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে BJP নেত্রী বলেন, "পশ্চিমবঙ্গে সুনামি আসতে চলেছে ৷ বড় থেকে মাঝারি, মাঝারি থেকে ছোটো, তৃণমূলের নেতা কর্মীরা সুনামির মতো BJP-তে যোগ দেবেন ৷ তবে যাওয়ার আগে শেষ কামড় দিতে চাইছে তৃণমূল ।" এরপরই অগ্নিমিত্র পলের কটাক্ষ, "2021 সালের মে মাসের পর BJP যখন সরকার গঠন করবে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন কালীঘাটের কোনও গর্তে ঢুকে থাকবেন ৷" BJP নেত্রী আরও বলেন, "তৃণমূল ছেড়ে যাঁরা BJP-তে যোগ দেবেন তাঁদেরকে রত্নাকর ডাকাতের মতো আগে শুদ্ধিকরণ করতে হবে । বাল্মীকির মতো হয়ে উঠলে তবেই BJP-তে জায়গা পাবে ।"