পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কেন মারা গেলেন BJP বিধায়ক, তদন্ত করে বের করবই : মমতা - মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jul 21, 2020, 8:01 PM IST

Updated : Jul 21, 2020, 8:14 PM IST

আমি তদন্ত করে বের করবই, কেন মারা গেলেন BJP-র বিধায়ক ৷ 21-এর মঞ্চে দাঁড়িয়ে হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিধায়কের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেও মুখ্যমন্ত্রীর মন্তব্য, "কত টাকা আছে আপনাদের !" তিনি বলেন, "বলা হয়, BJP-তে যোগ দিলেই এত টাকা দেওয়া হবে ৷" মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, "অনেক টাকা তুলেছেন ৷ ইলেকশনের সময় এই টাকা দিয়ে জনধন প্রকল্পের মাধ্যমে লোককে 4 হাজার টাকার ভিক্ষে দেবেন ৷ আর 4 হাজার কোটি টাকা লুটে নেবেন !"
Last Updated : Jul 21, 2020, 8:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details