লিলুয়ার হোমের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি লকেটের - bjp mp Locket Chatterjee
"নাবালিকাদের উপর যারা হামলা করেছে তাদের নিরপেক্ষভাবে চিহ্নিত করুন । দোষীদের কড়া শাস্তি চাই । নাবালিকাদের মধ্যে যেন কোনও রাজনীতি না হয় । যদি তা না হয় তাহলে এখান থেকে আমরা কমিশনারের কাছে যাব । পরবর্তীকালে আমরা রাজ্যপালের কাছে যাব । এবং যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার কোনও সুরাহা হবে ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির তরফে আন্দোলন চালিয়ে যাব । সারা বাংলাজুড়ে আন্দোলন করা হবে ।" আজ সকালে লিলুয়া সরকারি হোমে এসে এই হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় । এক নাবালিকার হাতে সেফটিপিন ফুটিয়ে নাম লেখার অভিযোগ উঠেছিল লিলুয়ার সরকারি হোমের আবাসিকদের বিরুদ্ধে । আজ সকালে ওই হোমের কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন লকেট চট্টোপাধ্যায় । ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তিনি ।