পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কোরোনা মুক্ত হোক বিশ্ব; আসানসোলের চার্চে প্রার্থনা - ক্রিসমাস

By

Published : Dec 25, 2020, 6:50 AM IST

কোরোনা মুক্ত পৃথিবীর প্রার্থনা বড়দিনের প্রাক্কালে । তবে প্রতিবারের মতোই আসানসোলের বিভিন্ন চার্চ সাজিয়ে তোলা হয়েছে বড়দিন উপলক্ষে । যদিও কোভিড পরিস্থিতিতে অনেকটাই অন্যরকম উৎসবের চেহারা । আসানসোল হটন রোড মোড়ের ঐতিহাসিক ক্যাথলিক চার্চের ফাদার লিউনেস টোপ্প জানাচ্ছেন, "প্রতিবছর হাজার হাজার মানুষের সমাগম হয় চার্চে । কিন্তু এবছর চার্চের মূল ফটক বন্ধ থাকবে । শুধুমাত্র চার্চের সদস্য এবং খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ যাঁরা চার্চে এসে প্রার্থনা করবেন, তাঁরাই কোভিড স্বাস্থ্যবিধি মেনে চার্চে প্রবেশ অধিকার পাবেন ।" ফাদার আরও বলেন, "যেভাবে সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে কোরোনার কারণে, তাই এ বছর আমরা প্রভু জিশুর কাছে প্রার্থনা করব, যেন নতুন বছরে এই আতঙ্ক আর না থাকে ।"

ABOUT THE AUTHOR

...view details