“উই শ্যাল ওভারকাম", লকডাউনে কলকাতাবাসীর মনোরঞ্জনের চেষ্টায় পুলিশ
দশ দিন । হ্যাঁ, এই সময়টাই ঘরবন্দী রয়েছে কলকাতাবাসী । খোলা শুধু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র । বাদ বাকি বাইরের সবকিছুই বন্ধ । রেঁস্তরা নেই, ক্লাব নেই, নাইট ক্লাব নেই, খোলা নেই সিনেমা হলও । ফলে অনেকেই ভুগছেন মানসিক সমস্যায় । এই সময়ে কলকাতাবাসীর মনোরঞ্জনে এগিয়ে এল পুলিশ । সম্প্রতি ভাইরাল হয়েছিল স্পেনের একটি ভিডিয়ো । সেখানে দেখা গেছিল লকডাউনে স্পেনের পুলিশ রাস্তায় গান গেয়ে মনোরঞ্জন করছে । ধারণাটা সেখান থেকেই নেওয়া । আজ এন্টালি থানার পুলিশকর্মীরা রাস্তায় বেরিয়ে গাইলেন গান । যে গান এই সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক । “উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়, নিশ্চয়..."। আর পুলিশের এই গান উপভোগ করলেন কলকাতাবাসী । উদ্যোগকে জানালেন কুর্নিশ ।
Last Updated : Apr 2, 2020, 12:18 AM IST