175 দিন পর চাকা ঘুরল কলকাতা মেট্রোর - মেট্রো
আনলক 4 ঘোষণা হতেই পুনরায় মেট্রো চালানোর প্রস্তুতি শুরু হয়ে যায় । অবশেষে 175 দিন পর চালু হল কলকাতা মেট্রো । তবে আজ শুধু NEET পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের জন্য চলেছে বিশেষ মেট্রো । সমস্ত বিধিনিষেধ মেনেই আগামীকাল থেকে জনসাধারণের জন্য চালু হচ্ছে কলকাতা মেট্রো ।
Last Updated : Sep 16, 2020, 2:31 PM IST