অনুকূল ঠাকুরের ছেলের সঙ্গে সাক্ষাৎ কৈলাসের - অনুকুল ঠাকুর
বাগুইআটির নারায়ণতলায় অনুকূল ঠাকুরের ছেলে প্রচেত রঞ্জন চক্রবর্তীর সঙ্গে দেখা করলেন রাজ্য BJP-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় । বাগুইআটির পূর্ব নারায়ণতলায় প্রচেত চক্রবর্তীর বাড়িতে যান তিনি । দু'জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় । কী বিষয়ে কথা হয়েছে তা অবশ্য স্পষ্ট করেননি BJP এই নেতা ।