পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

হাথরসে CBI হলে পশ্চিমবঙ্গে 100টা CBI তদন্ত হওয়া উচিত : সায়ন্তন বসু

By

Published : Oct 4, 2020, 8:59 PM IST

হাথরসের ঘটনার প্রতিবাদে শনিবার পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পাল্টা রাজ্যে নারীদের নিরাপত্তাহীনতার প্রতিবাদে গান্ধি মূর্তির নিচে অবস্থান কর্মসূচি পালন করল BJP । মহিলা মোর্চার ডাকে সেই অবস্থান মঞ্চ থেকে রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "হাথরসে CBI হলে পশ্চিমবঙ্গে 100 টা CBI তদন্ত হওয়া উচিত।" রবিবার সায়ন্তন বসু আরও বলেন, "উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন ৷ SP-সহ 4 পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে । ঘটনার CBI তদন্ত হচ্ছে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই ইশুতে এত হইচই করছেন ! আমাদের রাজ্যে মেয়েদের নিরাপত্তা কোথায় ? পার্ক স্ট্রিটের ঘটনাকে উনি বলেন, ছোটো ঘটনা । কামদুনি, রাজগঞ্জ, চোপড়া, একটার পর একটা নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৷ তখন তো উনি CBI তদন্ত করাননি । তখন তো রাস্তায় নামেননি ।"

ABOUT THE AUTHOR

...view details