অমর্ত্য সেন ভারত বিরোধীদের সমর্থন করলে তাঁর সম্মান থাকে না: অর্জুন সিং - অমর্ত্য সেন যদি ভারত বিরোধিতা সমর্থন করেন, তাহলে তাঁর সম্মান পিছিয়া যায়
অমর্ত্য সেনের মতো মানুষ যদি ভারত বিরোধী লোকেদের সমর্থন করেন, তাহলে তাঁর সম্মান থাকে না ৷ বললেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং । তবে অমর্ত্য সেন যে "বাংলার গর্ব" তা স্বীকার করে নিয়েছেন তিনি ৷ বলেন, "অমর্ত্য সেনের মতো স্ট্র্যাচারের লোকেদের রাজনীতি থেকে দূরে থাকা উচিত ।" তাঁর কথায়, "তিনি যদি দেশবিরোধীদের সমর্থনে কথা বলেন, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজকর্ম করছে, তাকে যদি সমর্থন করেন, তাহলে তাঁর মতো স্ট্র্যাচারের লোকেদের দেশে এবং বিদেশে সম্মান পিছিয়ে যায় ।"