পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলব, বেআইনি খনি পরিদর্শন করে বললেন অগ্নিমিত্রা - অগ্নিমিত্রা পল

By

Published : Jun 19, 2021, 10:49 PM IST

গতকালই বেআইনি কয়লা খাদান দিয়ে জল ঢুকেছিল ইসিএল (ECL)-এর নরসমুদা খনিতে । খনিটি বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেও ওই খনিতে এখনও অবধি উৎপাদন শুরু করা যায়নি । সেই বেআইনি কয়লা খনি এলাকা ও নরসমুদা খনি পরিদর্শন করলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল । এদিন তিনি ইসিএল-এর খনি আধিকারিকদের সঙ্গেও কথা বলেন । অগ্নিমিত্রা বলেন, বেআইনি খাদানের জন্য বড় বিপদ হতে পারে ইসিএল-এর কর্মীদের ৷ অবিলম্বে এই বেআইনি কয়লার কারবার বন্ধ করার জন্য কেন্দ্রীয় খনিমন্ত্রীর সঙ্গে কথা বলব ।

ABOUT THE AUTHOR

...view details