পুজো মণ্ডপ নিয়ে হাইকোর্টের নির্দেশকে ঐতিহাসিক বললেন মুকুল রায় - "When the High Court verdict, then you have to obey": Mukul Roy
রাজ্যের সমস্ত পুজো মণ্ডপে "নো-এন্ট্রি" ঘোষণার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । সেই রায় প্রসঙ্গে মুকুল রায় বললেন, "আজ একটা ঐতিহাসিক নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ হাইকোর্টের রায় যখন তখন মানতেই হবে ৷" তিনি আরও বলেন, "হাইকোর্ট বলেছে সমস্ত পুজো মণ্ডপ কনটেনমেন্ট জ়োন ৷ অতএব পুজো মণ্ডপে যাওয়া যাবে না ৷ "