শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পের পুরো টাকাই দেবে রাজ্য - মমতা বন্দ্যোপাধ্যায়
"শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্প (PF) আমরা পুরো ফ্রি করে দিয়েছি ৷" জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগে এই প্রকল্পে অসংগঠিত শ্রমিকদের 25 টাকা করে দিতে হত ৷ অন্যদিকে রাজ্য সরকার দিত 30 টাকা ৷ এবার থেকে পুরো টাকাটাই (55 টাকা) দেবে রাজ্য সরকার ৷ সাংবাদিক বৈঠকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এতে দেড় কোটি পরিবার লাভবান হবে বলে জানান অর্থমন্ত্রী অমিত মিত্র।