পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

স্বাস্থ্যবিধি মেনে শুরু প্রতিমা নিরঞ্জন, গঙ্গার ঘাট পরিদর্শনে ফিরহাদ হাকিম

By

Published : Oct 26, 2020, 4:28 PM IST

Updated : Oct 26, 2020, 4:53 PM IST

আজ বিজয়া দশমী । সকাল থেকে গঙ্গার ঘাটগুলিতে বিসর্জন শুরু হয়ে গেছে । সামাজিক দূরত্ব ও কোরোনা বিধি মেনে চলছে প্রতিমা নিরঞ্জনের পর্ব । বাঁজা কদমতলা ঘাটে পরিদর্শন করেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক তথা পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । জানালেন, যাতে করে স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জন হয় তার জন্য সমস্ত ব্যবস্থা করেছে কলকাতা পৌরনিগম । ঘাটগুলিতে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না । প্রতি বছরের মতো এবছরও প্রতিমা নিরঞ্জনের সঙ্গে সঙ্গে ক্রেন দিয়ে কাঠামো তুলে ফেলা হচ্ছে । ঘাটের একধারে কাঠামো তুলে রাখা হচ্ছে । পরে তা ধাপায় নিয়ে যাচ্ছেন পৌরকর্মীরা । ফিরহাদ হাকিম জানান, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে । ঘাটগুলিতে অযথা ভিড় করতে দেয়া হচ্ছে না । তিন দিন ধরে চলবে বিসর্জন । কলকাতা পৌরনিগম ও পুরো নগর উন্নয়ন দপ্তর 17 টি ঘাটকে প্রস্তুত করেছে প্রতিমা নিরঞ্জনের জন্যে ।
Last Updated : Oct 26, 2020, 4:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details