শিলিগুড়ির বিধাননগর মার্কেটে আগুন - বিধান নগর বাজার
শিলিগুড়ির বিধান নগর বাজারে আগুন । ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভায় । স্থানীয় বাসিন্দারা জানান, ‘‘শুক্রবার রাতে আচমকাই বিধাননগর বাজারের একটি দোকানে আগুন লাগে ৷ মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলিতে । ঘটনাটি চোখে পড়তেই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান । খবর দেওয়া হয় দমকলে । কিছুক্ষণের মধ্যেই দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।’’ প্রত্যক্ষদর্শীরা জানান, ‘‘বাজারে আগুন ছড়িয়ে পড়ার আশংকা ছিল। স্থানীয় বাসিন্দা ও দমকলের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়েছে।’’