পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"আলাচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব", প্রেসিডেন্সির পড়ুয়াদের আন্দোলনে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী - College Street Campus

By

Published : Feb 27, 2020, 8:30 PM IST

21 জানুয়ারি থেকে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের আবাসিকরা ‌। পড়ুয়াদের এই আন্দোলন নিয়ে আজ ফের ক্ষোভপ্রকাশ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ বলেন, ‘‘আমি সবসময় মনে করি ঘেরাও বা অন্য কিছু না করে, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যায় । ছাত্ররা নিজেদের ও সমাজের ইশু নিয়ে আলোচনা করুক । কিন্তু সেখানে ক্যান্টিনে কে কোথায় কাজ করবে, কে রান্না করবে, কোথায় থাকবে, এটা বোধহয় তাঁদের বর্জন করাই উচিত । তাদের সঙ্গে আমি দেখা করব, কথা বলব ।’’ উপাচার্য অনুরাধা লোহিয়া বলেন, ‘‘এটা সবারই চিন্তার বিষয় । রোজ রোজ আন্দোলন করলে চলবে না । আলোচনায় কাজ হয় । আমরা অনেকবার আলোচনা করেছি । ওরা নিজেরা জেদ করে বসে আছে । সেটা নিয়ে কিছু করার নেই ।’’

ABOUT THE AUTHOR

...view details