"মা সবার, কিন্তু সমাজে আমাদের মেনে নেয়নি" - Sidur Khela in Siliguri
কেউ স্বামী হারিয়েছেন । কেউ আবার বৃহন্নলা । এ জন্য এতদিন সিঁদুরখেলায় ব্রাত্য ছিলেন তাঁরা । কিন্তু আজ শিলিগুড়িতে এক স্বেচ্ছাসেবী সংস্থা ও পুজো কমিটির উদ্যোগে মাকে বরণ করে সিঁদুর খেললেন তাঁরা ।