দুর্গাপুরে যন্ত্রেই তৈরি হচ্ছে পরিবেশবান্ধব আধুনিক ঘুঁটে - পরিবেশবান্ধব
মা-ঠাকুমাদের গোবর ঘেঁটে দেওয়ালে ঘুঁটে দেওয়ার দিন শেষ । ঘুঁটে দেওয়ার দৃশ্য গ্রামাঞ্চল গুলিতে কিছুটা চোখে পড়লেও শহরে কিন্তু ঘুঁটে লুপ্ত । অথচ শহরের বেশ কিছু হোটেল,রেঁস্তোরা থেকে চা এর দোকানগুলোতে এখনও উনুন ধরানো হয় এবং তারজন্য প্রয়োজন হয় ঘুঁটের । দুর্গাপুরের CMERI-এর বিজ্ঞানীরা আধুনিক ঘুঁটে তৈরির যন্ত্র তৈরি করেছেন । এই যন্ত্রের সাহায্যে কাঠের গুঁড়ো,ধানের তুষ,গাছের শুকনো পাতা দিয়ে তৈরি হচ্ছে ঘুঁটে । গোলাকার এই ঘুঁটে একাধারে যেমন জ্বালানির অন্যতম উপকরণ, অন্যদিকেএই ঘুঁটে পরিবেশবান্ধবও ৷ উৎপাদন বাড়লে অনলাইনেও পাওয়া যাবে ঘুঁটে ৷