পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"BJP নামক ভাইরাসের সাফাই চাই", মন্তব্য চন্দ্রিমার - মালা রায়

By

Published : Oct 8, 2020, 9:39 PM IST

যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে যখন উত্তপ্ত কলকাতা, হাওড়া সহ একাধিক জায়গা সেই সময় হাথরসের ঘটনার বিরুদ্ধে পথে নামল দক্ষিণ কলকাতা মহিলা তৃণমূল কংগ্রেস । চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে যাদবপুর থানা থেকে গোলপার্ক পর্যন্ত মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়, দক্ষিণ কলকাতা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চৈতালি চট্টোপাধ্যায়, অন‍্যন‍্যা বন্দ‍্যোপাধ‍্যায় সহ অন‍্যরা । চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "BJP নামক ভাইরাসের সাফাই চাই।" "BJP গুণ্ডরাজ চালাচ্ছে" বলেও মন্তব্য করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details