চারু মার্কেটে শুভেন্দুর রোড শো-এ ইট - চারু মার্কেটে শুভেন্দুর রোড শোয়ে ইটবৃষ্টি
শুভেন্দুর রোড শো-এ ইট ছোড়া হল ৷ ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে ৷ আজ বিজেপির রোড শো শুরু হয় টালিগঞ্জ থেকে ৷ গেরুয়া শিবিরের আজকের রোড শোয়ে অন্যতম মুখ শুভেন্দু অধিকারী ৷ ব়্যালি চারু মার্কেট এলাকায় পৌঁছতেই রাস্তার ধার থেকে ইট ছোড়া হয় ৷
Last Updated : Jan 18, 2021, 6:31 PM IST