পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ফ্রিজ খুলতেই বিপত্তি, বেরিয়ে এল বিশাল কেউটে - at pasarlapudi lanka village

By

Published : Jul 25, 2021, 7:27 PM IST

Updated : Jul 31, 2021, 6:47 AM IST

গৃহস্থ বাড়ির ফ্রিজ খুলতেই ভেতর থেকে ফণা তুলে বেরিয়ে এল বিশাল এক কেউটে । ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার পাসারলাপুরির লঙ্কা গ্রামে। হাড় হিম করা ঘটনায় ভীত পরিবারের সকলেই। নাগার্জুর বাড়ির এক মহিলা শাকসবজি বার করার জন্য ফ্রিজের দরজা খোলেন, আর তখনই ঘটে এই বিভ্রাট ৷ ফ্রিজ থেকে বেরিয়ে আসে প্রকাণ্ড সাপ ৷ ঘটনায় প্রচণ্ড ভয় পেয়ে যান ওই মহিলা। এরপরে পরিবারের সদস্যরা সাপটিকে বের করার চেষ্টা করেন। কিন্তু তাঁরা ব্যর্থ হন ৷ তারপর প্রকাশ রাও নামে একজন সাপুড়েকে ডেকে আনা হয় সাপটিকে ধরার জন্য। তিনি এসে সাপটিকে ধরে ফাঁকা জায়গায় সেটিকে ছেড়ে দেন।
Last Updated : Jul 31, 2021, 6:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details