Agnimitra Paul on Hawrah Child Abuse : হাওড়ার হোমে শিশুদের যৌন নিগ্রহ, রাজ্য সরকারকে তোপ দাগলেন অগ্নিমিত্রা - সরকার অনুমোদিত হোম থেকে শিশু বিক্রি
সালকিয়ার শ্রীরাম ঢ্যাং এলাকার সরকার অনুমোদিত হোম থেকে শিশু বিক্রি ও তাদের উপরে যৌন অত্যাচারের অভিযোগে প্রাক্তন ডেপুটি মেয়রের পুত্রবধূ গীতশ্রী অধিকারী, এক WBCS অফিসার-সহ মোট 8 জনকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ । তারপরেই এই ঘটনায় রাজ্য সরকারকে তোপ দাগলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল । গোটা ঘটনাকে কেন্দ্র করে কার্যত তোলপাড় হয়েছে গোটা রাজ্য-রাজনীতি । শাসকদলের পরিবারের সদস্যরা যুক্ত থাকায় রাজনৈতিকভাবেও ক্রমশ পারদ চড়ছে ।