পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Tanmay Ghosh : গেরুয়া শিবিরের সহযোগিতা না পেয়ে তৃণমূলে প্রত্যাবর্তন, বললেন তন্ময় - panagarh

By

Published : Sep 1, 2021, 10:10 PM IST

বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ 30 অগস্ট, রবিবার শাসকদলে যোগ দেন ৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি ৷ কাঁকসার পানাগড় থেকে এদিন তিনি বলেন, "আমি যে দলে ছিলাম সে দলে ফিরে এসেছি ৷" পানাগড়ে বেসরকারি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন, সেই অনুষ্ঠানে যোগ দিয়ে তন্ময় ঘোষ অভিযোগ তোলেন গেরুয়া শিবিরেরে দিকে। তিনি বলেন, তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছিল না ৷ তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এগিয়ে যেতে চান। তার পাশাপাশি বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংগঠনিক জেলা সভাপতি অলোক মুখোপাধ্যায় বলেন, "ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে।"

ABOUT THE AUTHOR

...view details