মাইক বাজিয়ে বাইক মিছিল তৃণমূল-বিজেপির - বিধানসভা নির্বাচন 2021
একই বিধানসভায়, একই দিনে ক্ষমতা প্রদর্শনে দুই দল ৷ রোড শো করল তৃণমূল ও বিজেপি । দুটি ক্ষেত্রেই মাইক বাজিয়ে বাইক নিয়ে ব়্যালি করা হয় । একই দিনে দুটি মিছিল ঘিরে চাঞ্চল্য তৈরি হয় এলাকায় । বারাবনি বিধানসভা এলাকায় সালানপুরের কালিতলা থেকে দোমোহানি পর্যন্ত বাইক মিছিল করে বিজেপি । অন্যদিকে তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায়ের নেতৃত্বে বাজেট এবং কৃষি আইনের বিরোধিতায় গৌরান্ডি থেকে জুবিলি মোড় পর্যন্ত বাইক, ট্রাক্টর নিয়ে মিছিল করে তৃণমূল ।