পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বিপ্লব ও চম্প্রামারি ধান্দাবাজ-পালটিবাজ, কটাক্ষ ফিরহাদের - Kolkata

By

Published : Jun 24, 2019, 11:36 PM IST

তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগদানকারী বিপ্লব মিত্র ও উইলসন চম্প্রামারিকে ধান্দাবাজ, পালটিবাজ বলে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম । তিনি বলেন, "যারা একসময় গান্ধিবাদ, সুভাষবাদে বিশ্বাসী ছিলেন, তাঁরাই এখন গান্ধিকে যারা হত্যা করেছে সেই দলে নাম লিখিয়েছেন । তাঁরা নীতিভ্রষ্ট । যে নীতি নিয়ে জীবনে লড়াই করেছি, সেই নীতির বিরুদ্ধে গিয়ে যাঁরা সাম্প্রদায়িক সম্প্রীতি মানেন না, তাঁদের সঙ্গে যখন হাত মেলালাম, তার মানে আমার কাছে কোনও নীতি নেই । আছে শুধু ধান্দা । তৃণমূলের সাইনবোর্ড বিক্রি করে পশ্চিমবঙ্গে ধান্দা করেছি, এবার BJP-র সাইনবোর্ড বিক্রি করে অল ইন্ডিয়ায় ধান্দা করব । যারা ধান্দাবাজ তারা কখনও মানুষের ভালো করতে পারেন না । আর এই পালটিবাজদের মানুষ ভালো ভাবে নেয় না । " দেখুন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details