স্পুটনিক ভ্যাকসিন প্রয়োগ থেকে বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে : দিলীপ ঘোষ - applying corona vaccine
"আমাদের রাজ্যে সব থেকে বেশি কোরোনার প্রভাব পড়েছে । কারণ জনসংখ্যা অনুযায়ী টেস্ট কম হয় । আর আমাদের এখানে সংক্রমণের হার 9 । বাকিদের 4.5 । সেটা চাপা দেওয়ার জন্য চেষ্টা করছে রাজ্য সরকার এবং যে স্পুটনিক ভ্যাকসিন এসেছে তা সারা দেশে প্রয়োগ হচ্ছে । কেন্দ্রীয় সরকার এই সরকারকে বলেছিল সাগর দত্ত মেডিকেল কলেজে সেন্টার হয়েছে, কিন্তু কোনও রোগীর নাম দেওয়া হয়নি । পশ্চিমবঙ্গে কেউ সেটার সুবিধা পাচ্ছে না । তার কারণ, এখানকার সরকার চায় না।" বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি আরও বলেন, "আয়ুষ্মান যোজনা থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে । স্বাস্থ্য বীমা থেকে বঞ্চিত হয়েছে । এছাড়াও কৃষি সম্মান নিধি প্রকল্প থেকে বাংলার মানুষকে বঞ্চিত করা হয়েছে । সেরকম স্পুটনিকের প্রয়োগ থেকে বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে । কেন্দ্রীয় সরকার যে খরচ করছে তা থেকে বাংলার মানুষকে কেন বঞ্চিত করা হচ্ছে ! আমাদের কী বাঁচার অধিকার নেই !"
Last Updated : Nov 23, 2020, 4:36 PM IST