স্বাক্ষর মেলেনি, নির্দল প্রার্থীর পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা - Durgapur
ইলেকশন এজেন্টের স্বাক্ষর না মেলায় পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা ৷ মলানদীঘি প্রাথমিক বিদ্যালয়ের 276 নম্বর বুথে নির্দল প্রার্থী দীপক ঢালির পোলিং এজেন্ট সন্তোষ বাগদিকে বুথে ঢুকতে বাধা দেওয়া হল ৷ বুথে ঢুকতে গেলে সেক্টর অফিসার জানান, এজেন্ট ননীগোপাল পাটারীর স্বাক্ষর মিলছে না, ফলে পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি । এজেন্ট সন্তোষ বাগদী জানান, তিনি বিষয়টি প্রার্থীকে জানিয়েছেন ৷