জনরোষে ধ্বংস হয়েছিল বাবরি : রাহুল সিনহা - রাহুল সিনহা
"বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল জনরোষে, আদালতের রায় সত্যকে প্রতিষ্ঠা করল", মন্তব্য করলেন BJP নেতা রাহুল সিনহা । আজ এই বিষয়ে রাহুল সিনহা আরও বলেন, "বাবরি মসজিদ ধ্বংস মামলায় আদবানিজি, মুরলি মনোহর যোশীজিসহ সকলে নির্দোষ প্রমাণিত হলেন ৷ এই রায় হাজার হাজার মানুষের কাছে স্বস্তির কারণ ।" প্রসঙ্গত, দীর্ঘ 28 বছর পর আজ বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় দেয় লখনউয়ের বিশেষ CBI আদালত। আদালতের পর্যবেক্ষণ, বাবরি মসজিদ ধ্বংস পূর্ব-পরিকল্পিত ছিল না। এই মর্মে বিচারক সুরেন্দ্রকুমার যাদব বর্ষীয়ান BJP নেতা লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর যোশী, উমা ভারতী, কল্যাণ সিংসহ 32 অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশ দেন ।