অমিত শাহজির সভা বাড়তি অক্সিজেন দেবে কর্মীদের : লকেট - Locket Chatterjee
কিছুক্ষণের মধ্যেই শহিদ মিনার চত্বরে এসে উপস্থিত হবেন অমিত শাহ ও BJP সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ শহিদ মিনারের সভামঞ্চে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন লকেট চট্টোপাধ্যায় ৷ আজকের সভায় এক লাখেরও বেশি লোক হবে বলে আত্মবিশ্বাসী তিনি ৷ বললেন, "এই সভা প্রতিটি কর্মীকে আলাদা করে অক্সিজেনের জোগান দেবে ৷"