পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

'মন যতদূর চাইছে ততদূর আমার দেশ', পোস্টারে প্রতিবাদ ডোরিনা ক্রসিংয়ে - CAA বিরোধী আন্দোলন

By

Published : Jan 12, 2020, 12:07 PM IST

Updated : Jan 13, 2020, 2:15 PM IST

প্রধানমন্ত্রীর শহরে আসাকে কেন্দ্র করে গতকাল থেকেই রাজভবনের কাছে জমায়েত হয়েছেন পড়ুয়ারা । পুলিশ ব্যারিকেড করে তাদের আটকানোর চেষ্টা করেছে । নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে চলছে বিক্ষোভ । স্লোগান উঠেছে "গো ব্যাক মোদি" । গতরাতেও অবস্থান করেছে পড়ুয়ারা । আজ সকাল থেকেই মানুষের জমায়েত । CAA বিরোধী বিক্ষোভে যোগ দিয়েছেন নাগরিকদের একাংশ । চলছে স্লোগান । হাতে ধরা ব্যানার । তাতে লেখা, 'মন যতদূর চাইছে, ঠিক ততদূর আমার দেশ' ।
Last Updated : Jan 13, 2020, 2:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details