মাস্কের আড়ালেই জমে উঠুক এবারের নববর্ষ - করোনা ভাইরাস
আজ পয়লা বৈশাখ ৷ 1427 পেরিয়ে 1428-এ পড়ল বাঙালির নতুন বছর ৷ গত বছর এই সময়টা আমরা সবাই লড়ছিলাম করোনা ভাইরাসের বিরুদ্ধে ৷ ছিল লকডাউন ৷ এবারে লকডাউন না থাকলেও করোনা আমাদের পিছু ছাড়েনি ৷ তাই যতটা পারা যায় বাড়িতেই পরিবারের সঙ্গে কাটিয়ে ফেলুন এবারের পয়লা বৈশাখ ৷ ইটিভি ভারতের পক্ষ থেকে সকলকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ৷ সকলে সুস্থ থাকুন ৷ মাস্ক ব্যবহার করুন ৷ নিজেকে এবং নিজের চারপাশ পরিচ্ছন্ন রাখুন ৷
Last Updated : Apr 15, 2021, 9:26 AM IST